ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর ফয়জুল করিমকে তাঁর বিতর্কিত বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশটি পাঠানো হয়েছে দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে সাংবাদিকদের কাছে আইনজীবী শেখ ওমর জানিয়েছেন—বৃহস্পতিবার প্রেরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, তিন দিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তাঁর উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর করবেন না—এমন প্রতিশ্রুতি দিতে হবে। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে। লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, গত ৬ অক্টোবর ইউটিউবে ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা...