আলোচনার সময় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম হামেদের নাম, যিনি পশ্চিম তীরের হামাসের একজন শীর্ষ কমান্ডার। ইসরাইলি নিরাপত্তা সংস্থা শাবাক তাঁকে ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’ হিসেবে বিবেচনা করে। ৫৪ বছরের যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এই হামেদ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজা উপত্যকায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ শেষ করার লক্ষ্যে হামাস অবশেষে ইসরাইলের সঙ্গে পরোক্ষ আলোচনায় সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে। হামাস শুক্রবার ভোররাতে জানিয়েছে, এই চুক্তির আওতায় গাজায় যুদ্ধবিরতি, ইসরাইলি সেনা প্রত্যাহার এবং জরুরি সহায়তা প্রবেশের ব্যবস্থা করা হবে। এছাড়া, চুক্তিতে গাজায় থাকা ইসরাইলি বন্দিদের ও ফিলিস্তিনি বন্দিদের বিনিময়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনটি আরও বলেছে, চুক্তি প্রস্তাবের আগে বিভিন্ন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে “দায়িত্বপূর্ণ ও গুরুত্বসহকারে” আলোচনা হয়েছে। আলোচনার...