জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে আজ সকালে জহুর হোসেন চৌধুরী হলে স্মৃতিসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় স্মরণ সভায় প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা অংশ নেন। বাবা, স্বামী ও ভাই সম্পর্কে তারা বেদনা বিধূর স্মৃতিচারণ করেন। আরও পড়ুনআরও পড়ুনপ্রবীণ সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু হচ্ছে এতে অংশ নেন কবি হেলাল হাফিজের ছোট ভাই নেহাল হাফিজ, আলী হাবিবের স্ত্রী নার্গিস হোসনেয়ারা, আবদুল হালিমের কন্যা ডাক্তার হাসরাত জাহান এবং সিরাজুল হকের পুত্র অধ্যাপক তারিক সিরাজী। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সিনিয়র সাংবাদিকরাও আলোচনায় অংশ নেন। প্রয়াত সদস্যরা হলেন, এন. এম. হারুন, মোঃ জাকারিয়া পিন্টু, মোঃ নজরুল ইসলাম, এরশাদ...