আর কয়েক ঘণ্টা পরই ঘোষিত হবে চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য। তিনি দাবি করেছেন, তিনি সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, যার মধ্যে একটি ভারত ও পাকিস্তানের। তবে নয়াদিল্লি দৃঢ়ভাবে এই দাবি অস্বীকার করেছে। ট্রাম্প এও বলেছেন, নোবেল কমিটি ‘কোনো না কোনো কারণ খুঁজে বের করবে’ তাকে পুরস্কার না দেওয়ার জন্য। দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ট্রাম্প একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এ বছর তাকে মনোনয়ন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা এবং পাকিস্তান সরকার। এখন পর্যন্ত মাত্র চারজন মার্কিন প্রেসিডেন্ট এবং একজন ভাইস প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তারা হলেন— প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান রুজভেল্ট।...