ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ইরাকের জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি আকিল মুফতিনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আকিল মুফতিন ও তার ভাই আলি মুফতিন ইরানের আইআরজিসি-কুদস ফোর্সের উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। তারা ইরাকে আইআরজিসি-সমর্থিত মিলিশিয়াদের জন্য তহবিল সংগ্রহ ও স্থানান্তরে সহযোগিতা করেছেন।এ ছাড়া, যুক্তরাষ্ট্রের দাবি—আকিল মুফতিন এমন একটি বাণিজ্যিক ব্যাংক পরিচালনা করছেন যা সরাসরি ইরানের কুদস ফোর্সের সঙ্গে যুক্ত।এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আকিল মুফতিন।সূত্র : শাফাক নিউজ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আকিল মুফতিন ও তার ভাই আলি মুফতিন ইরানের আইআরজিসি-কুদস ফোর্সের উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। তারা ইরাকে আইআরজিসি-সমর্থিত মিলিশিয়াদের জন্য তহবিল সংগ্রহ ও স্থানান্তরে সহযোগিতা করেছেন।এ ছাড়া, যুক্তরাষ্ট্রের দাবি—আকিল মুফতিন এমন...