গাজা উপত্যকায় দুই বছরের দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ফিলিস্তিনিদের মধ্যে আনন্দের ঢেউ দেখা গেছে। বিশেষ করে জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গণে এই আনন্দ মুহূর্ত ফুটে উঠেছে।রয়া নিউজ জানায়, যুদ্ধ বন্ধের খবর নিশ্চিত হওয়ার পর বহু ফিলিস্তিনি মুসলিম আল-আকসা মসজিদের আঙিনায় সমবেত হয়ে একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেন। তাদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস, স্বস্তি ও যুদ্ধ শেষ হওয়ার আনন্দ।দীর্ঘদিনের ভয়াবহ যুদ্ধে গাজার লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও এই যুদ্ধবিরতি চুক্তিতে জিম্মি মুক্তি ও মানবিক সহায়তার প্রবেশ পথ খোলার সুযোগ রয়েছে। যুদ্ধ বন্ধের খবর ফিলিস্তিনিদের কাছে এক বড় বিজয় এবং ঐক্যের প্রতীক হিসেবে এসেছে।উৎসবের অংশ হিসেবে তারা মিষ্টি ও ঐতিহ্যবাহী খাবার বিতরণের মাধ্যমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গাজা উপত্যকায় দুই বছরের দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর...