নোবেল শান্তি পুরস্কার ঘোষণার সময় প্রায় ঘনিয়ে এসেছে। বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুর ৩টায় নোবেলের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তবে কাকে এ পুরস্কার দেওয়া হবে সেটি জানা সম্ভব নয়। কারণ গত ৫০ বছর ধরে নোবেল কমিটি মনোনীতদের নাম গোপন রাখছে। তবে কতজনকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই সংখ্যাটি জানিয়েছে তারা। সংবাদমাধ্যম বিবিসি বলেছে, এ বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে ৩৩৮ জনকে। যারমধ্যে ২৪৪ জন হলেন আলাদা ব্যক্তি। অপরদিকে ৯৪টি প্রতিষ্ঠান বা সংগঠনও এ বছর নোবেলের জন্য মনোনীত হয়েছে। তাদের মধ্য থেকে এক বা একাধিক ব্যক্তি অথবা সংগঠন নোবেল পাবেন। অর্থাৎ ট্রাম্প যদি নোবেল পান তাহলে তাকে প্রায় সাড়ে ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পেছনে ফেলবেন। যদিও নোবেল কমিটি কারও নাম প্রকাশ করে না , তবুও...