হংকংয়ের বিপক্ষে ঢাকায় শেষ মুহূর্তে হারের হতাশা নিয়েই পরদিন সকালে হংকংয়ের বিমানে চড়েছেন জামাল ভূঁইয়ারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের অধিনায়ক জানালেন, মাঠে নামলে দলকে পাল্টে দেওয়ার আত্মবিশ্বাস ছিল তাদের।জামাল বলেন, “আমি, শমিত, ফাহামিদুল, জায়ান যখন একসঙ্গে ওয়ার্ম-আপ শুরু করেছি, তখন ওদের বলেছি—আমরা যখন নামব, তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চারজনের ইমপ্যাক্ট ভালো ছিল। চারজনই শুরুর একাদশে খেলতে চাই। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।”অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, মাঠে না থাকাটা তার জন্য কষ্টকর, "আমি যখন না খেলি, সেটা তো ভুল—এটা আমি বলব। আমি তো সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিনশেষে কারা খেলবে সেটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।”শেষ মুহূর্তে গোল হজমের প্রবণতা নিয়ে জামালের আক্ষেপ, "এই দলের একটা হিস্টরি আছে—আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। ম্যাচের আগে...