১০ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পিএম গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খলিল আল-হায়া ফিলিস্তিনিদের দৃঢ়তা এবং ইসরায়েলি সামরিক অভিযান প্রতিহত করতে যোদ্ধাদের ভূমিকার প্রশংসা করে বলেছেন, তারা দখলদারিত্বের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এক ভাষণে আল-হায়া বলেন, গাজার জনগণের ত্যাগ, দৃঢ়তা এবং ধৈর্যের প্রতি বিশ্ব বিস্ময়ের সাথে দাঁড়িয়েছিল। তারা এমন এক যুদ্ধে লড়েছে যা বিশ্ব দেখেনি, শত্রু ও তার সেনাবাহিনীর অত্যাচার, বর্বরতা এবং গণহত্যার মোকাবিলা করেছে। তিনি বর্ণনা করেন, গাজার জনসংখ্যা হত্যা, স্থানচ্যুতি, ক্ষুধা এবং ঘরবাড়ি ও পরিবার হারানোর মুখে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল। ৭ই অক্টোবরের আক্রমণের বার্ষিকীতে তিনি হামাসের নিহত নেতা ইসমাইল হানিয়াহ, সালেহ আল-আরুরি, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দেইফকে অভিবাদন জানান এবং তাদের নেতারা প্লাবন সৃষ্টি করেছিলেন...