লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ব্যক্তিগত জীবনে সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী। বিয়ের পর থেকে দারুণ সময় উপভোগ করছেন ‘আমার আছে জল’খ্যাত এই তারকা। সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে-স্বামীকে নিয়ে মজার কিছু তথ্য জানিয়েছেন। এ আলাপচারিতায় সঞ্চালক জানান, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মঞ্চে অভিনেত্রী সারা যাকের তোমার কাছে জানতে চেয়েছিলেন, বড় লোকের ছেলে না কি ভালো ছাত্র—কাকে তুমি জীবনসঙ্গী হিসেবে চাও? তুমি জবাব দিয়েছিলে, “ভালো ছাত্রকে বিয়ে করতে চাই। তোমার বর সনি পোদ্দার কতটা ভালো ছাত্র?”আরো পড়ুন:ছুটোছুটির মধ্যে কাটছে মিমের পূজাতারাদের ভার্চুয়াল কলমে বৈশাখের শুভেচ্ছা এ প্রশ্নের জবাবে বিদ্যা সিনহা মিম বলেন, “অনেক ভালো।” বলেই হাসতে থাকেন এই অভিনেত্রী। এরপর মিম বলেন, “হ্যাঁ, ও অনেক ভালো মনের মানুষ।” এরপর সঞ্চালক বলেন, “তুমি...