যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল পাওয়ার সমালোচনা করেছেন বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেন, ওবামা 'কিছুই করেননি' বরং 'আমাদের দেশ ধ্বংস করেছেন'। খবর এনডিটিভি’র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠা ও 'আটটি যুদ্ধের অবসান' ঘটিয়েছেন। তবে তিনি দাবি করেন, এসব কাজ তিনি কোনো পুরস্কারের আশায় করেননি। তিনি বলেন, 'ওবামা কিছুই না করে নোবেল পেয়েছিলেন। তিনি জানতেনই না, কী কারণে এটা পেলেন। তিনি শুধু নির্বাচিত হয়েছিলেন। এবং তারা ওবামাকে এটি দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া একেবারে কিছুই না করার জন্য।' ২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাস পরই বারাক ওবামা মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার পান। এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হন। আরও পড়ুনআরও পড়ুনযে কারণে শান্তিতে নোবেল পেয়েছেন ইসরাইলের দুই প্রধানমন্ত্রী মার্কিন...