এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষিত হবে আজ (১০ অক্টোবর)। বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবেন। এবার মোট ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন। নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই পুরস্কার জেতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরলস প্রচারণাও তুঙ্গে উঠেছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প বলছেন, তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারের যোগ্য। তার প্রধান দাবি হলো— তিনি প্রেসিডেন্ট হিসেবে কমপক্ষে সাতটি যুদ্ধ সমাপ্ত করেছেন। গত বুধবার (৮ অক্টোবর) ইসরায়েল ও হামাসের মধ্যে ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর তিনি এই দাবি আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন। ট্রাম্পের দাবি, এই চুক্তির মধ্যস্থতার মাধ্যমে তিনি ‘অষ্টম যুদ্ধ’ শেষ করার কৃতিত্বের...