ইসরাইলি সেনাবাহিনীর সামরিক অভিযানের মধ্যেও অবিচল সাহস ও মানবিকতার পরিচয় দিয়ে সেবা চালিয়ে যাওয়া ফিলিস্তিনি শিশু বিশেষজ্ঞ ডা. হুসসাম আবু সাফিয়াকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করেছে নেদারল্যান্ডসের চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ফর গাজা ইন দ্য নেদারল্যান্ডস’। এ বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগেই তার মনোনয়নের খবরটি প্রকাশ্যে এনেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ভারতীয় দৈনিক সিয়াসাত জানিয়েছে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. সাফিয়া ও তার সহকর্মীদের ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরাইলি সেনাবাহিনী গ্রেফতার করে। গাজার উত্তরাঞ্চলে সেটিই ছিল শেষ চালু থাকা হাসপাতাল। ডা. সাফিয়ার আইনজীবীর বরাত দিয়ে বলা হয়েছে, বন্দিদশায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে—এ পর্যন্ত তার ওজন কমেছে প্রায় ৩০ কেজি। এসডে তেইমান কারাগারে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের পর ওফার কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়।...