১০ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০২:৩২ পিএম ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন মতে, ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনা নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করা হবে। ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার অভ্যন্তরের নির্দিষ্ট এলাকা থেকে হলুদ রেখার দিকে প্রত্যাহার সম্পন্ন করবে, যেমনটি ইসরায়েল ও হামাসের মধ্যে ট্রাম্পের পরিকল্পনায় উভয়পক্ষ সম্মত হয়েছে। এতে আরো বলা হয় সেনাবাহিনী রাফা ও খান ইউনিস (দক্ষিণ) থেকে এবং গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে পূর্বে সরে যাবে এবং ইসরায়েল রাষ্ট্রের সীমান্তের কাছাকাছি আসবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ট্রাম্প ঘোষণা করেন,...