১০ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম, এনডিইউ, পিএসসি (অব.) শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩ বছর। শুক্রবার (১০ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, তাঁর মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ বাংলাদেশ নৌবাহিনীর সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার (১১ অক্টোবর) বাদ যোহর নৌবাহিনী সদর দফতরে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদায় তাঁকে দাফন করা হবে। ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩...