১০ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছানোর পর অবশেষে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধ বন্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে চুক্তির ফলে ব্যবসা ঝুঁকি কমার প্রেক্ষিতে বিশ্ববাজারে তেলের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৯৮ ডলারে। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২০ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ৬১ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে। এর আগে রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির অগ্রগতি স্থবির হওয়ার কারণে গত বুধবার (৮ অক্টোবর) প্রায় ১ শতাংশ বেড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছায়। যা সে সময়...