যে চোখে দেখা যেত গরিব কৃষকের ঘামে লুকানো সৌন্দর্য, সে চোখ আজও বাংলার মাটিতে অমর হয়ে আছে।” আজ শুক্রবার, ১০ অক্টোবর—বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস. এম. সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী। নড়াইলের আকাশ-বাতাস আজ যেন নীরব শ্রদ্ধা জানাচ্ছে বাংলার চিরচেনা লোকজ জীবনের এই চিত্রগাথাকারকে। নানা আয়োজনে দিনটি পালন করছে এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল জেলা প্রশাসন, ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সুলতানের স্মৃতিবিজড়িত মাছিমদিয়ার সুলতান কমপ্লেক্সে আজ সকাল থেকে চলছে দিনব্যাপী কর্মসূচি। শুরু হয়েছে কোরআন খতম, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল, চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং আলোচনাসভা। ১৯২৪ সালের ১০ আগস্ট, মাটির ঘ্রাণ মাখা নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্ম নেয় এক অনন্য প্রতিভা—লাল মিঞা, যার শিল্পনাম আজ সুবিশাল ইতিহাসের অংশ হয়ে আছে: এস. এম. সুলতান। পিতা রাজমিস্ত্রি মেছের আলীর হাতের নকশা আর দৃষ্টিভঙ্গি থেকেই জন্ম নেয়...