ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি শনিবার ভোর থেকে কার্যকর হতে চলেছে। ইসরায়েলি সরকার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের ২৪ ঘণ্টা পর থেকেই এটি কার্যকর হবে বলে বিবিসির খবরে বলা হয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি শুরু হবে। জানা গেছে, জিম্মি মুক্তির প্রক্রিয়াটি ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে।ধারণা করা হচ্ছে, হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে এখনো ২০ জন জীবিত আছেন। তাদের মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই চুক্তির পটভূমিতে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক কারণে সংঘাত দীর্ঘায়িত...