পূর্বাভাস সত্যি হয়েছে। মুক্তির পর যুক্তরাষ্ট্রের পপ গায়িকার দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ গড়ছে একের পর এক রেকর্ড। ফোবর্স বলছে, গত ৩ অক্টোবর মুক্তির পর প্রথম তিনদিনে ‘দ্য লাইফ অব আ শোগার্লের’ ৩ লাখ ৪০ হাজার কপি বিক্রি হয়েছে। যা সুইফটের আগের দুই অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ ও ‘মিডনাইটসের’ প্রথম সপ্তাহের বিক্রিকে ছাড়িয়ে গেছে। বিলবোর্ড জানিয়েছে, মুক্তির প্রথম পাঁচ দিনেই অ্যালবামটি বিক্রি ও স্ট্রিমিং মিলিয়ে ৩ দশমিক ৫ মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছে। এর মাধ্যমে সুইফট ভেঙেছেন অ্যাডেলের বহুদিনের রেকর্ড। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথম সপ্তাহে অ্যাডেলের অ্যালবাম ২৫ বিক্রি হয়েছিল ৩ দশমিক ৪৮২ মিলিয়ন ইউনিট, যা প্রায় এক দশক ধরে কেউ টপকাতে পারেনি। বিশ্লেষকদের ধারণা, সুইফটের এই বিক্রির সাফল্যের পেছনে তার প্রি-অর্ডার কৌশল ও ভক্তদের জন্য বিশেষ...