আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রীয় এলাকা আবদুল হক স্কয়ার নামের এক জায়গায় পাকিস্তান গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে। আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও গতকাল রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কাবুলে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেউ হতাহত হয়েছেন বলে জানা যায়নি।’ আবদুল হক স্কয়ার থেকে শেরে নাও এলাকা এই প্রতিবেদকের হোটেলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। দুটি জায়গাই কাবুলের মোটামুটি কেন্দ্রস্থলে বলা চলে। তবে গত রাতে কোনো বড় বিস্ফোরণের শব্দ শোনেননি এই প্রতিবেদক। হোটেলের কর্মীরাও কোনো বিস্ফোরণের শব্দ শোনেননি বলে জানান। তবে অঞ্চলের খোঁজখবর রাখেন এবং বিদেশি পর্যটকদের সঙ্গে কাজ করেন, এমন একজন ট্যুর গাইড হোটেলের অভ্যত্থনা রিসেপশনে...