চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বহুল প্রত্যাশিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শেষ হলেও উদ্বোধনের অপেক্ষায় পড়ে আছে ছয় মাস ধরে। ২০২৫ সালের ২২ মার্চ ইমাম ও খাদেম নিয়োগ সম্পন্ন হলেও এখনো উদ্বোধন না হওয়ায় মসজিদে নামাজ ও কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এতে ইমাম ও খাদেম মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। গণপূর্ত বিভাগের একাধিক সূত্র জানায়,৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৮ সালের শেষের দিকে মতলব উত্তর উপজেলার ছেংগারচরে এই মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। ১২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজের দায়িত্বে ছিল ঢালী কনস্ট্রাকশন নামের ঠিকাদার প্রতিষ্ঠান। বাস্তবায়নে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মডেল মসজিদের পাশে অবস্থিত ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা হতাশা প্রকাশ করেছেন। তারা জানান, এত সুন্দর মসজিদ দাঁড়িয়ে আছে, অথচ...