ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে তৈরি সিনেমাগুলোর প্রচারণা ও ‘হাইপ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজক ও নির্মাতা মো. ইকবাল। তার দাবি, ‘প্রিয়তমা’-এর পর শাকিবের কোনো সিনেমাই দর্শকের কাছে সফল হয়নি, তবু তাকে নিয়ে কৃত্রিম প্রচারণা চালানো হচ্ছে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইকবাল বলেন, “আমি যা বলি, সত্য বলি—মিথ্যা বলি না। শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা আসলে ভুয়া। ‘প্রিয়তমা’-এর পর তার একটি সিনেমাও ব্যবসা করেনি। কিন্তু তাকে নিয়ে ফার্স্ট ক্লাস ডিরেক্টররা সিনেমা বানায়, আর ইউটিউব ও ফেসবুক গ্রুপে টাকা দিয়ে আওয়াজ তোলা হয়। বাস্তবে সিনেমাগুলো ব্যবসা করতে পারেনি।” এই ভুয়া প্রচারণা চলচ্চিত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। ইকবালের ভাষায়, “এই মিথ্যা হাইপের কারণে ইন্ডাস্ট্রিতে নকল ও পুনরাবৃত্তির সংস্কৃতি তৈরি হয়েছে। অনেকে এখন হিন্দি,...