সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান চ্যাটটিপিটি গো বাংলাদেশসহ এশিয়ার আরও ১৬টি দেশে চালু করল চ্যাটবটটির নির্মাতা ওপেনএআই। বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা বলেছেন চ্যাটজিপিটির প্রধান নিক টার্লে। এর আগে অগাস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে টার্লে বলেছিলেন, “চ্যাটজিপিটিকে আরও সাশ্রয়ী করে তোলাই ব্যবহারকারীদের মূল চাওয়া।” কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিটি শুরুতে কেবল এশিয়ায় ভারত ও ইন্দোনেশিয়ায় চ্যাটজিপিটি গো চালু করেছিল বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি। এখন ওপেনএআইয়ের সবচেয়ে সাশ্রয়ী প্ল্যান এশিয়ার মোট ১৮টি দেশে ব্যবহার করা যাবে। বাংলাদেশ ছাড়াও এসব দেশের মধ্যে রয়েছে, ভূটান, ব্রুনাই দারুসসালাম, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পূর্ব তিমোর, আফগানিস্তান ও ভিয়েতনাম। ওপেনএআই নিজেদের ওয়েবসাইটে বলেছে, কোম্পানির সর্বশেষ মডেল ‘জিপিটি-৫’কে আরও বেশি মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। কোম্পানিটি বলেছে,...