বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচন ও সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন নয়। দেশের বিরাজমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের লেবেল প্লেইং ফিল্ড নেই, সরকারকেই লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জামায়াত ইসলামসহ অন্যান্য দলের দাবি পিআর পদ্ধতির নির্বাচন ও সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দেয়া। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুর মহানগরীর টঙ্গী গাজীপুরায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত গাজীপুর মহানগর রুকন সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাঃ জামাল উদদীনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম...