নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল শান্তি পুরস্কার। এ পর্যন্ত মাত্র চারজন মার্কিন প্রেসিডেন্ট এবং একজন ভাইস প্রেসিডেন্ট এ পুরস্কারে ভূষিত হয়েছেন। কেউ পেয়েছেন যুদ্ধ বন্ধের জন্য, কেউ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামের জন্য। এদিকে চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার প্রাক্কালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য, কারণ তিনি ‘বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামিয়েছেন’। তবে এই দাবির মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ করার কথাও থাকলেও, নয়াদিল্লি ইতিমধ্যেই তা অস্বীকার করেছে। ট্রাম্পের দাবি, “নোবেল কমিটি যেকোনো একটা অজুহাত দিয়ে আমাকে পুরস্কার না দেওয়ার পথ খুঁজবে।” এ বছর তাকে মনোনয়ন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা এবং পাকিস্তান সরকার। এখন পর্যন্ত শান্তিতে নোবেল পাওয়া মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টরা:...