নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে মনোনয়নে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উষাকভ। শুক্রবার এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করার কথা। তার কয়েক ঘণ্টা আগে মস্কোর এ প্রভাবশালী কর্মকর্তা এ কথা বললেন। গ্রিনিচ মান সময় ৯টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) চলতি বছর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে; যদিও অভিজ্ঞ পর্যবেক্ষকরা এবার ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে নোবেল শান্তি পুরস্কার পেতে প্রবলভাবে আগ্রহী, তা তার একাধিক কথাবার্তায় স্পষ্ট হয়েছে। অনেক দেশ এরই মধ্যে তার এ আকাঙ্ক্ষায় সমর্থনও...