ডিম খেতে পছন্দ করেন ছোট-বড় সবাই। অমলেট, পোচ তো আছেই, এছাড়া ডিমের নানান পদ তৈরি করে খান। এই ছোট্ট ডিমের সঙ্গে জড়িয়ে আছে অগণিত মজার তথ্য আর অবিশ্বাস্য রেকর্ড! খাওয়া, ভাঙা, সাজানো কিংবা নিক্ষেপ-ডিমকে ঘিরে মানুষের সৃজনশীলতা ও কৌতূহলের যেন শেষই নেই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ডিমের এমন সব কীর্তি আছে, যা শুনলে অবাক হতেই হয়। ১. এক মিনিটে সবচেয়ে বেশি ডিম ভাঙার রেকর্ডমানুষ ডিম ভাঙতে তো পারে, কিন্তু এক মিনিটে ৩০টি ডিম ভাঙা এটা সাধারণ ব্যাপার নয়। এই রেকর্ডটি করেছেন রসি ম্যাককার্ডি নামের একজন আমেরিকান। ২০১১ সালে যুক্তরাষ্ট্রে তিনি এক মিনিটে হাতে ৩২টি ডিম ভেঙে ফেলেন। শর্ত ছিল ডিমগুলোর খোসা আলাদা হতে হবে, অর্থাৎ একটিও অক্ষত থাকা চলবে না! ২. ডিম চামচে বহনের রেকর্ডছোটবেলায় মারবেল দৌড় খেলেছেন স্কুলে? হ্যাঁ, চামচে...