কুষ্টিয়া: বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফল হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার সাইফুল ইসলাম। মাসে আয় করছেন এক লাখ ৫০ হাজার টাকা থেকে এক লাখ ৭০ হাজার টাকা। নিজে সাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার বেকারদেরও সাবলম্বী করতে দিচ্ছেন প্রশিক্ষণ। ইতিমধ্যে পাঁচশ’ বেকার তার কাছ থেকে প্রশিক্ষিত হয়েছেন। এক সময়ের চাকুরে সাইফুল ইসলাম কাজ হারিয়ে অর্থ সংকটে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। বাড়ি ফিরে মাত্র ছয় হাজার টাকা ধার করে একশ’টি স্পন (মাশরুম চাষে ব্যবহৃত মাইসেলিয়ামযুক্ত বীজ) নিয়ে শুরু করেন চাষ। বর্তমানে সাইফুল ইসলামের অধীনে কাজ করেন ১৫জন শ্রমিক। সেইসাথে তার কাছ থেকে পাঁচ শতাধিক মানুষ হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করেছেন। এছাড়া প্রতিনিয়ত নতুন ও তরুণ উদ্যোক্তারা এসে তার কাছ থেকে মাশরুমের উৎপাদন কৌশল শিখছেন। একসময় যাকে ‘ব্যাঙের ছাতা তৈরির কারিগর হিসাবে’ বন্ধুরাও দূরে...