অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে তাঁদের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। তিনি জানান, সেফ এক্সিট প্রসঙ্গে আলোচনা জনগণকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। আজ শুক্রবার বেলা ১২ টার দিকে মাদারীপুর শহরের চরমুগুরিয়া বন্দর এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট জনগণের মধ্যে বিতরণের সময় এসব কথা বলেন এই বিএনপি নেত্রী। হেলেন জেরিন খান বলেন, ‘অবাধ-সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণে একটি নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন হয়, এরপরে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে দেশের প্রচলিত আইনে তাঁদের বিচার নিশ্চিত করা হবে।’ বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন—এমন কথা তুলে তাঁরা জনগণকে...