যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসেবে সমর্থন দেবে রাশিয়া। শুক্রবার (১০ অক্টোবর) ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস এ তথ্য জানিয়েছে। জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ২০২৫ সালের জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তবে পুরস্কারটির অভিজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের বিজয় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এর আগে, রাশিয়া বেশ কয়েকবারই বলেছে যে, ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার জন্য তারা কৃতজ্ঞ। এদিকে, নরওয়ের রাজনীতিবিদরা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার না দিলে ওয়াশিংটর-অসলোর সম্পর্কের ওপর ‘সম্ভাব্য প্রভাব’ নিয়ে নিজেদের প্রস্তুত করছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার নরওয়েজিয়ান নোবেল কমিটি স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা ২০২৫ সালের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করার বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছে গেল সোমবারই। অর্থাৎ, এ সিদ্ধান্ত হয়ে গেছে...