হতাশা, বিষণ্নতা ও অবসাদ থেকে দেশে ভয়াবহ আকারে বাড়ছে মানসিক রোগী। কিন্তু মানসিক সমস্যার ভুক্তভোগী ৯০ শতাংশ মানুষই থেকে যাচ্ছে চিকিৎসাসেবার বাইরে। প্রতি বছরের মতো এ বছরও ১০ অক্টোবর পালিত হতে যাচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। পৃথিবীর সবার মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার উদ্দেশ্যে দিনটি ১৯৯২ সাল থেকে পালিত হয়ে আসছে। হতাশা, বিষণ্নতা ও অবসাদ থেকে দেশে ভয়াবহ আকারে বাড়ছে মানসিক রোগী। কিন্তু মানসিক সমস্যার ভুক্তভোগী ৯০ শতাংশ মানুষই থেকে যাচ্ছে চিকিৎসাসেবার বাইরে। অসচেতনতা, কুসংস্কার ও লোকলজ্জার ভয়ে চিকিৎসা না নেওয়ায় বাড়ছে বিপদ। এ পরিস্থিতিতে ‘পরিষেবা প্রাপ্তি-দুর্যোগ এবং জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ‘বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী আচরণ : নির্ধারক এবং চিকিৎসার ব্যবধান’ শীর্ষক এক গবেষণায় উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে অবহেলার নানা...