সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি নিয়ে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওবামা ‘কিছুই না করেই’ এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছিলেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ওবামা দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিন পরই নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি জানতেনও না কেন পুরস্কারটি পেয়েছেন। নোবেল কমিটি তাকে এটা দিয়েছে, অথচ তিনি আমাদের দেশকে দুর্বল করেছিলেন, এর বাইরে কিছুই করেননি।” ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার মাত্র আট মাস পর ওবামাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়, যা সেই সময়েও ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। গাজায় যুদ্ধবিরতি ও বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত প্রশমনে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমি...