ঘরের মাঠে গতকাল রাতে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে রোমাঞ্চকর লড়াইয়ের শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে পরাজয় বরণ করে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার বাছাই পর্বের ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সেই হংকংয়ের উদ্দেশ্যে রওনা দিল বাংলাদেশ। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিয়েছে জামাল-হামজারা। হংকং পৌঁছে তিন দিনের অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। স্থানীয় আবহাওয়া ও মাঠের সঙ্গে মানিয়ে নিতে এই সময়টিকে কাজে লাগাতে চায় কোচ হাভিয়ের কাবরেরা। হংকংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ঘরের মাঠে আমরা ভালো ফল পাইনি, কিন্তু সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। সবাই জয়ের জন্য প্রস্তুত। আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিতে চাই।’ আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে...