নিজস্ব প্রতিবেদক : আর মাত্র কয়েক ঘণ্টা পরই, বাংলাদেশ সময় বিকেল ৩টায় ঘোষণা করা হবে ২০২৫ সালের জন্য নোবেল শান্তি পুরস্কার। এই ঘোষণার আগে ট্রাম্পকে নিয়ে নানা আলোচনা হলেও, সত্যিকার অর্থেই কারা শান্তিতে নোবেল জিততে পারেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই। পূর্ববর্তী নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কারাবন্দি ইরানি মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদী (২০২৩), দালাই লামা (১৯৮৯) এবং মার্টিন লুথার কিং (১৯৬৪)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাদের পদাঙ্ক অনুসরণ করতে আগ্রহী। হোয়াইট হাউসে থাকাকালীন ‘সাতটি যুদ্ধ’ শেষ করার দাবি তুলে ট্রাম্প বলেছেন যে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ার যোগ্য।ট্রাম্প বারবার দাবি করলেও, শান্তিতে তার অবদান আসলে কেমন তা নিয়ে তর্ক আছে। কারণ ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছিলেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার এবং পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিয়ে।এছাড়াও...