বিশেষ করে ১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তি ও ১৯৯৪ সালের অসলো চুক্তি—এই দুটি ঐতিহাসিক শান্তিচুক্তির মাধ্যমে অঞ্চলজুড়ে উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখায় নোবেল পেয়েছেন ইসরাইলের দুই প্রধানমন্ত্রী ও এক পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাকেম বেগিন এবং মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ১৯৭৮ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এই পুরস্কার মূলত মিসর-ইসরাইল যুদ্ধাবস্থা অবসানে ভূমিকার জন্য দেওয়া হয়, যা বাস্তবায়ন হয়েছিল যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত একাধিক গোপন আলোচনার মাধ্যমে। এতে মধ্যস্থতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। এটি ছিল প্রথম আরব-ইসরাইল শান্তিচুক্তি, যা মধ্যপ্রাচ্যের শান্তির ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত। তবে বেগিনের অতীত রাজনৈতিক জীবন ছিল চরমপন্থি। তিনি একসময় ইরগুন নামক সশস্ত্র ইহুদি সংগঠনের নেতা ছিলেন। এই পটভূমিতেও শান্তি চুক্তিতে তার অংশগ্রহণকে নোবেল কমিটি "সাহসিকতার প্রতীক" হিসেবে বিবেচনা করে। প্যালেস্টাইন লিবারেশন...