১০ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসা ব্যবস্থায় নতুন করে কঠোরতা আনার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগেই এইচ–১বি ভিসার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এক লাখ ডলারের ফি আরোপ করা হয়েছে। এবার আরও কিছু নতুন নিয়ম ও বিধিনিষেধ যোগ করার পরিকল্পনা চলছে, যা দক্ষ কর্মী ও নিয়োগকর্তা উভয়ের জন্য বড় পরিবর্তন আনতে পারে। এই পরিবর্তনের প্রস্তাব ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে বলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি (স্বরাষ্ট্র) বিভাগের সূত্র জানিয়েছে। প্রস্তাবিত নিয়মগুলো মূলত ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকান কর্মীদের সুরক্ষা ও অভিবাসন সংস্কার’ নীতির ধারাবাহিক অংশ। এর উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বিদেশি কর্মীদের সংখ্যা কমানো এবং স্থানীয় কর্মীদের মজুরি ও কাজের পরিবেশকে অগ্রাধিকার দেওয়া। ট্রাম্প প্রশাসন সম্প্রতি ‘রিফর্মিং দ্য এইচ–১বি নন–ইমিগ্র্যান্ট...