বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা জনসম্পৃক্ততা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। হুমায়ুন কবীর বলেন, জনগণের প্রত্যাশা পূরণেই ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠনের পর সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তারা ৩১ দফাকে সমর্থন দিয়েছেন। আগামী নির্বাচনে এ দেশের মানুষ বিপুল ভোটে বিএনপিকে সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তি বাংলাদেশ পরিচালিত...