‘গাজায় অপরাধ বন্ধ করাই শেষ কথা নয়, অপরাধীদের বিচার করতে হবে’ বলে দাবি জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি তেহরানের সমর্থন ‘কেবল রাজনৈতিক অবস্থান নয় বরং ‘জাতিগুলোর নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকার’ এবং নিপীড়ন ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রতি গভীর বিশ্বাস থেকে উদ্ভূত’। শুক্রবার (১০ অক্টোবর) লেবাননের আল-মায়াদিন টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মোহাজেরানি জোর দিয়ে বলেন, গাজায় গণহত্যা বন্ধ, ইসরাইলি দখলদার বাহিনীর প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সহায়ক—এমন যেকোনো পদক্ষেপ বা উদ্যোগকেই ইরান সমর্থন জানাবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করে ইরানী মুখপাত্র জোর দিয়ে বলেছেন, গাজায় ইসরাইলি শাসক গোষ্ঠীর অপরাধ বন্ধ করা পথের শেষ নয় এবং এই অপরাধের অপরাধী এবং কমান্ডারদের আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত।আরও পড়ুনআরও পড়ুন১৯ বছর...