“দেশের রাজনৈতিক অস্থিরতা ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে একমাত্র শান্তিপূর্ণ সমাধান জুলাই সনদের আইনভিত্তিক বাস্তবায়ন এবং পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করা। জনগণের ভোটাধিকার ফেরাতে আমাদের দাবি এখন জাতীয় প্রয়োজন।” জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী শুক্রবার সকালে এক বিশাল গণমিছিল করেছে। সকাল ১০টার দিকে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। গণমিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৬ আসনে জামায়াত ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী, তুরস্কের গাজী ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাফিজুর রহমান। এতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর মুফতি খায়রুল হাসান,...