গল্পটা ভিন্ন হতে পারত। বিষন্ন চেহারার বদলে হাসতে হাসতেই মাঠ ছাড়তে পারতেন হামজা চৌধুরী। সবই পক্ষে ছিল। গোল করেছিলেন, রক্ষাও করেছিলেন। ভাগ্য সহায় হয়নি। শেষ সময়ের গোলে হারও জুটেছে বাংলাদেশের। এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচটির পর হামজার তাই অকপট উত্তর, ‘ভাগ্যের প্রয়োজন ছিল।’ জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার হংকং, চায়নার বিপক্ষে ভাগ্যটাই সঙ্গ দেয়নি বাংলাদেশের। উত্থান-পতনের ম্যাচে শুরুতে এগিয়ে যাওয়ার পর আবার পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দিকে সমতায়ও ফেরে। তবে নাটকীয়তার ষোলোকলা পূর্ণ হয় নির্ধারিত সময়ের একেবারে শেষ সেকেন্ডে। স্বাগতিকদের হতাশার সমুদ্রে ভাসিয়ে জয়ের উল্লাসে মাতে সফরকারীরা। লেস্টার সিটির মিডফিল্ডার হামজার এখনও বিশ্বাস হচ্ছে না তারা হেরে গেছেন, ‘এটা এমন একটা ম্যাচ ছিল। আসলে বুঝতে পারছি না অন্তত এক পয়েন্টও কিভাবে পেলাম না।’ অবশ্য হারলেও দলের উন্নতি হচ্ছে বলে মনে করেন হামজা, ‘ভাঙা...