পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল মো. সাইদ দায়িত্ব পালনকালে অটোরিকশার চালকদের মূল সড়কে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে মূল সড়কে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কনস্টেবল সাইদ তার হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফাটিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক গাড়ি থেকে নেমে কনস্টেবল সাইদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন আহত কনস্টেবলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ হামলাকারী অটোরিকশা...