প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারসহ বেলজিয়ামের রাজনীতিকদের ওপর একটি গোষ্ঠীর হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়। “প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের ওপর হামলার ষড়যন্ত্রের খবর খুবই উদ্বেগজনক। আমরা যে সত্যিকারের সন্ত্রাসরাদের হুমকির মুখে রয়েছি এতে তাই প্রতীয়মান হচ্ছে, এ কারণে আমাদের সতর্ক থাকতে হবে,” বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউরোপের এ দেশটিকে এর আগে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট সংশ্লিষ্টদের হামলা মোকাবেলা করতে হয়েছে। গত দশকজুড়ে মাদক সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর কারণে দেশটিতে নিরাপত্তাহীনতাও ক্রমশ বাড়ছে। বেলজিয়ামের বিচারমন্ত্রী আনেলিস ফেরলিনডেন এক্সে লিখেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান সম্ভবত বৃহস্পতিবার হতে যাওয়া হামলা ঠেকিয়ে দিয়েছে। অভিযানে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে অ্যান্টওয়ার্প পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, জানিয়েছে দেশটির সরকারি...