রাজশাহীর আঞ্চলিক ভাষা ও স্থানীয় অ-অভিনেতাদের দিয়ে তুমুল প্রশংসিত হয়েছিলেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজের সাফল্যে চমকে গিয়েছিলেন দর্শকরা। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখেই নির্মাতা নিয়ে আসছেন নতুন কাজ—‘দেলুপি’। তবে এটি আর সিরিজ নয়, এবার বড় পর্দার জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুপি ইউনিয়ন থেকে। এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্ক থেকে অনুপ্রাণিত হয়ে তিনি লিখেছেন সিনেমাটির গল্প। তার ভাষায়, “আমি সবসময় বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ সেই চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র ও ফ্রেমে লুকিয়ে আছে মানুষের জীবনের টুকরো টুকরো অনুভূতি।” সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী—সবকিছুই থাকবে স্থানীয়। গল্পের বাস্তবতাই হবে এর সবচেয়ে বড় শক্তি। ‘দেলুপি’ প্রযোজনা করছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। ৯ অক্টোবর...