১০ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম পেরুর কংগ্রেস শুক্রবার ভোরে এক নাটকীয় ভোটে প্রেসিডেন্ট ডিনা বলুয়ার্তেকে “নৈতিক অযোগ্যতা”র (moral incapacity) অভিযোগে পদচ্যুত করেছে। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে আবারও রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। বলুয়ার্তে, যিনি ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর অপসারণের পর ক্ষমতায় আসেন, গত দুই বছরে একাধিক বিতর্কে জড়ান। তার বিরুদ্ধে দুর্নীতি, সম্পদ গোপন এবং বিলাসবহুল রোলেক্স ঘড়ি রাখার অভিযোগ উঠেছিল। এছাড়া, জুলাই মাসে নিজের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। সংসদীয় ভোটে তার বিরুদ্ধে ৮৭টি ভোটের মধ্যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়, ফলে দ্রুত অভিশংসন প্রক্রিয়া শুরু হয়। বলুয়ার্তে সংসদে উপস্থিত না থাকায় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। ভোটের পর তিনি টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, “আমি...