নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আর মাত্র কিছু ঘণ্টা বাকি। এরই মধ্যে নরওয়ের রাজনীতিকেরা চিন্তায় পড়েছেন—যদি ডোনাল্ড ট্রাম্পকে পুরস্কার না দেওয়া হয়, তাহলে যুক্তরাষ্ট্র-নরওয়ে সম্পর্কের উপর কী প্রভাব পড়বে। নরওয়েজিয়ান নোবেল কমিটি বৃহস্পতিবার স্পষ্ট করে জানিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে—কে হবেন ২০২৫ সালের শান্তি পুরস্কার বিজয়ী। এই সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার, অর্থাৎ ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধবিরতির ঘোষণার আগেই। সময়ের এই ব্যবধান ও কমিটির গঠন বিবেচনায় নিয়ে অধিকাংশ বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকের ধারণা, ট্রাম্পের পুরস্কার পাওয়া খুবই অস্বাভাবিক হবে। এ থেকেই জন্ম নিচ্ছে এক ধরনের উদ্বেগ—যদি তাঁকে এই পুরস্কার দেওয়া না হয়, তাহলে তিনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন। নরওয়ের সমাজতান্ত্রিক বাম দলের নেতা ও পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র কিরস্তি বার্গস্তো বলেন, ‘অসলোকে এখন “সবকিছুর জন্য প্রস্তুত” থাকতে হবে।’ তিনি...