স্যাটেলাইট প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এখন থেকে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে নিজ ভূখণ্ড থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে দেশটি। এর মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণতার দাবি জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানি মহাকাশ সংস্থার (ISA) প্রধান হাসান সালারিয়েহ এক সাক্ষাৎকারে বলেন, “ইরান এখন উপগ্রহ এবং উৎক্ষেপণ যানের নকশা, উন্নয়ন ও উৎক্ষেপণে পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। আমরা সেই সীমিত দেশগুলোর মধ্যে আছি, যারা নিজেরাই মহাকাশ প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে পারে।” সালারিয়েহ আরও জানান, বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে মাত্র ১০-১১টি দেশ মহাকাশ প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান এবং কিছু ইউরোপীয় রাষ্ট্র। এখন ইরানও সেই তালিকায় নিজের নাম লেখাল। তিনি বলেন, “আমাদের...