দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বেড়ে চলা সহিংস অপরাধ ও সরকারবিরোধী ক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে কংগ্রেসের ভোটে পদচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে অনুষ্ঠিত ভোটে ১৩০ সদস্যের সংসদের মধ্যে ১২৪ জন তার অপসারণের পক্ষে ভোট দেন। এটি বলুয়ার্তের বিরুদ্ধে প্রথম সফল অভিশংসন হলেও এর আগে আটবার তাকে সরানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল। ভোটের আগে সংসদে চারটি আলাদা অভিশংসন প্রস্তাব তোলা হয় এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তবে বলুয়ার্তে সংসদে উপস্থিত হননি। পরে সরাসরি ভোটাভুটিতে অভিশংসনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে রাজধানী লিমায় এক কনসার্টে গুলিবর্ষণের ঘটনার পর, যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। ২০২২ সালের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট অপসারণের পর বলুয়ার্তে ক্ষমতায় আসেন। কিন্তু তার শাসনামলে খুন, চাঁদাবাজি ও সহিংস অপরাধের হার দ্রুত বেড়ে...