নিহত পরেশ বালা গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের মৃত রূপচাঁদ বালার ছেলে। গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমানুর রহমান জানান, সকালে নিজ জমিতে কৃষিকাজ শেষ করে বাড়ি ফিরছিলেন পরেশ বালা। হেঁটে রাস্তা পার হওয়ার সময় কংশুর এলাকায় অজ্ঞাতনামা বেপরোয়া গতির পিকআপ চালক পরেশকে ধাক্কা দেয়। এতে তিনি...