নূপুর নূপুর তোমার দুপুর, কাটে এখন কেমন?আগে যেমন ছিলে তুমি এখনও কি তেমন?রাত পোহালেই বেড়িয়ে যেতে, পান-সুপারির বাগে।সবার আগে কুড়াতে সব মালিক জাগার আগে।বাদলা দিনে ওড়না মাথায় চলতে আমের বনে,সেসব কথা এখন কি আছে তোমার মনে?প্রতি সন্ধ্যায় পড়তে বসতে বই-খাতা সব খুলে।মাঠ পেরিয়ে একাই তুমি যেতে দূরের স্কুলে।ভালো ছাত্রী ছিলে নাকি শিক্ষকেরা তা-ই বলে।তোমার বান্ধবী নবনিতা তার কথাও কিছু বলো,আধপাগলা লোকের সাথে সে নাকি পালিয়েছিল? নূপুর পরে পায়ে তুমি নিয়ে নূপুর নাম,ছেলে পিটিয়ে কুড়িয়েছিলে ছি ছি আর বদনাম,কেউ শোনেনি তোমার কথা মারার কি’বা কারণ,তাই তো বাবা রেগে করলো স্কুল যাওয়া বারণ।সেদিন থেকেই বন্দি হলে সন্ধি করে ঘর,স্কুল তোমায় ডাক দিলো না, বলল না তুই পড়।নূপুর তোমার বিয়ে না কোন গাঁয়ে হয়েছিল,তোমার সব উচ্ছ্বাস কি স্বামীই কেড়ে নিলো?মারামারি মান-অপমান এ সবকিছু...