অন্যান্য যে কোনো বছরের চেয়ে এবারের ‘শান্তি নোবেল’ বেশ আলোচনায়। এর পেছনে অন্যতম কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেক আগে থেকেই এই পুরস্কার দাবি করে আসছেন তিনি। এবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল অর্জন নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি ওবামার বিরুদ্ধে ‘কিছু না করার’ অভিযোগ এনেছেন এবং তাকে ‘দেশকে ধ্বংস করার’ জন্য দায়ী করেছেন।হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।নিজের কৃতিত্ব তুলে ধরে গাজায় শান্তি নিশ্চিত করা এবং ৮টি যুদ্ধ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ অর্জনের কথা দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। জোর দিয়ে তিনি জানান, কোনো পুরস্কারের জন্য এই কাজ করেননি।ক্ষুব্ধ কণ্ঠে ট্রাম্প বলেন, ‘তিনি (ওবামা) এটা পেয়েছিলেন কিছু না করেই। ওবামা একটি পুরস্কার পেলেন—তিনি এমনকি জানতেনও না—তিনি নির্বাচিত হলেন। তারা ওবামাকে এটা দিয়েছিল একেবারে কিছুই না...